হে আমার ভাই, হে আমার বোন, শুনতে কি পাও কথা?
নিস্তেজ ছিলে, তুমি তো দেখোনি আমাদের ব্যাকুলতা!
আমার জননী, আমার জনক, শুনো নাই আহাজারি;
ওহে দিদা-দাদু, তোমাদের যাদু পেয়ে যাবে ধিক্কারই!


কঠিন সময়ে করুণ রোদনে আকাশ কেঁপেছে শুধু;
দু'চোখের পানি শুকাতে পারেনি হৃদয়ের মরু ধুধু।
তোমরা দেখোনি, মানুষ দেখেছে, শুনেছে আর্তনাদ;
এতোটুকু সেবা দিতে তোমাদের, আমাদেরও ছিলো সাধ।


কিন্তু নিয়তি, ভাগ্যের ফেরে বন্দী হয়েছে আলো;
চারদিকে শুধু মৃত্যুর কূপ, অমানিশা ঘোর কালো।
কোথা থেকে এলো ঘাতক ব্যাধি যে, মরণকামড় দিতে;
ব্যর্থ হয়েছে রাষ্ট্র-সমাজ সমগ্র পৃথিবীতে।


যাদের যেমন করণীয় ছিলো, করে নাই সবকিছু;
মৃত্যুর দূত তাইতো ছুটেছে তোমাদের পিছু পিছু।
ঘুমাও ঘুমাও নিভৃতে ঘুমাও অনন্ত দিন-ক্ষণ;
ক্ষমা করে দিও আমাদেরে, করো অপরাধ মার্জন।


রচনাকাল: ঢাকা, ১৭ এপ্রিল ২০২১