অমাবশ্যার রাত্রি গভীর হলে
আকাশে শুধু ক্ষীণকায়া তারা জ্বলে।
অন্ধকারে ডুবে যায় কারো অপেক্ষায় থাকা ক্লান্ত দুচোখ।
ত্রিসীমায় থাকে না চাঁদের আলোক।
হঠাৎ মনে হয়
কোনো দূর নক্ষত্র হতে জ্যোতির্ময়
কেউ আসে।
আমার ঘরের জানালার পাশে
দাঁড়িয়ে আমাকে
চুপিসারে ডাকে
একাকী।
আমি চেয়ে থাকি
অবাক বিস্ময়ে ঘুমঘোরে।
লালরঙা টগবগে ঘোড়ায় চড়ে
এলো কি আমার
স্বপনে দেখা রাজকুমার!
কী মজা !
মুহূর্তেই খুলে দিই ঘরের দরজা।
তাকে দুহাতে জড়িয়ে ধরে
বসাই এনে বিছানার উপরে।
মাথায় ওড়না টেনে বসে থাকি পাশে।
এক নিঃশ্বাসে
বলি আমি,' ভালোবাসি তোমাকেই জনম জনম ধরে।
কাছে এলে কতো আলোকবর্ষ পরে,
আর যেয়ো নাকো।
আমাকে ভালোবেসে পাশে পাশে থাকো
এইবার।
দাও তো সুযোগ ভালোবাসবার।'


হায়,
হঠাৎ পাখির কলকাকলীতে ঘুম ভেঙ্গে যায়।
সূর্য উঠি উঠি করে ভোরের রক্তিম আকাশে।
তখন স্বপনে দেখা সবই ক্ষীণ হয়ে চোখে ভাসে।


রচনাকাল: ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০১৯