রক্তিম আভা দীপ্তি ছড়ায়, সুর্য অস্তরাগে।
গোধূলিবেলায় প্রেম জেগে উঠে, হৃদয়ে কাঁপন লাগে।


সাগরের বেলাভুমি।
নগ্ন দু'পায়ে তুমি
হেঁটে হেঁটে যাও, আমাকে জড়াও অকৃত্রিম অনুরাগে।


আলো-আঁধারির খেলা
আগেও দেখেছি মেলা।
পাশে আছো তাই চুপ হয়ে যাই, পাওয়ার স্বপ্ন জাগে।


আসে জোয়ারের ঢেউ।
বুঝতে পারে না কেউ
আমার বুকের মাঝে তা সুখের সুরধ্বনি, নানা রাগে।


রচনাকাল: ঢাকা, ৩০ নভেম্বর ২০১৮