সকাল গড়িয়ে দুপুর, সন্ধ্যার পরে রাত;
নিঝুম রজনী শেষে ঝলমলে সু প্রভাত।
আমার জীবন শুধুই ভাটার স্রোতের মতো
মহাসাগরের পথে ধাবমান অবিরত।
আশা নেই কোনো আর সারথীবিহীন রথে;
দিকহারা পথিকেরে কেহই খুঁজে না পথে।
যা কিছু দিয়েছি আমি ভাবনার জাল বুনে,
থাকবে পড়ে তা, জানি, ধুলোময় গৃহকোণে।
অনাগত দিনে কেউ ভালোবাসা দেবে ঢেলে;
জঞ্জাল ভেবে কেউ পুড়াবে আগুন জ্বেলে।
হারিয়ে যাওয়ার আগে ইথারে ইথারে তাই,
হৃদয়ের কথাগুলো লিখে রেখে যেতে চাই।


রচনাকাল: ঢাকা, ২২ জুন ২০১৯