বড় অদ্ভূত;
সাদা-কালো, ধনী-নির্ধন, সবারই যমদুত।
দেখা'য় অস্পষ্ট অদেখা;
কিছুই হলো না শেখা!


কোভিড-উনিশ দেখালো যদিও;
কাঁপলো না কারো ক্ষমতার গদিও।
নিজেকে নিয়েই ব্যস্ত থাকলো প্রায় সবাই;
কেউ অভুক্ত, আর কারো কারো শুধু খাইখাই।
ঝরে গেলো অসংখ্য মানুষের মূল্যবান জীবন;
তবুও শিক্ষা নিলো না বেঁচে থাকা মানুষদের মন।


অমানবিক আচরণ কমেছে কি?
লোকদেখানো কথাবার্তা শুধু, মেকি।
যা কিছু অর্জন, আপাতদৃষ্টিতে সবই বিজ্ঞানের;
না শাসনের, না ধ্যানের।
শাসক এখনো ক্ষমতাই খুঁজে;
ধ্যানীরা অলীক কল্পনা করে চোখ বুঁজে।


শিক্ষিত আর অশিক্ষিত মিলে গেছে একখানে;
করোনা'র স্বাস্থ্যবিধি কজনেই মানে!
টীকা কজনে নিতে চায়;
প্রতিবেশী মরে গেলে কিছুটা ভয় পায়।
গাঝাড়া দিয়ে পরে বলে,'আমার কিছুই হবে না। দূর দিয়ে চলে যাবে করোনা, আমার ঘর তার অচেনা।'


এভাবেই মরছে মানুষ;
বাড়ছে অসুখ, তবু হচ্ছে না কারো হুঁশ!


রচনাকাল: ঢাকা, ২৯ জুন ২০২১।