ইচ্ছে হলে খবর নিয়ো মধ্য রাতে ফেসবুকে;
দেখবে আমি জেগে আছি দুঃখে নয়তো মহাসুখে।
লিখছি কিছু  মন যা বলে, পোষ্ট করছি তক্ষুনি;
দেখছে আমার বন্ধুরা সব, কেউ সাধারণ কেউ গুণী।
লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথে শেয়ার করে;
আমিই জানি মন কি যে চায়, কার বসতি তার ঘরে।
কার কাছে সে জানাতে চায় জমে থাকা নানান কথা;
কার জন্যে অহর্নিশি ব্যাকুল, এতো আকুলতা!
কার জন্যে লিখছে চিঠি খামছাড়া এই খোলা ডাকে;
একটু যদি পড়তে তুমি, লিখতে কিছু, ভাবতে তাকে।
সকাল থেকে দুপুর গড়ায়, বিকেল হয়ে সন্ধ্যা নামে;
বসেই থাকে, রাত্রি কাটে, সকাল হলে একটু থামে।
আবার লিখে নতুন কিছু, একটু যদি দেখতে তুমি;
নরক হতো স্বর্গ যে তার, বাগান হতো বধ্যভূমি।
দিন কেটে যায়, রাত কেটে যায়, লিখেই চলে, লিখেই চলে;
ফেসবুকের এই মুক্ত দেয়াল জানলা খুলে দেখবে বলে।
একটু যদি দেখতে তুমি, একটু যদি লাইক দিতে;
আগের মতো লিখতে কিছু, দুঃখ-সুখের খবর নিতে!


রচনাকাল:  ঢাকা,০৫ অক্টোবর ২০১৮।