মগের মুল্লুকে
যায় দেখি সব উল্লুকে
পায়ে ভর দিয়ে
দ্রুত পাহাড় ডিঙ্গিয়ে;
তাই আমি যাই কোন্ মুখে!


রচনাকাল: ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২০


পুনশ্চ : এটি জাপানের আদিকালের ও ঐতিহ্যবাহী 'তানকা' কবিতার রীতি মেনে লেখা; ৫/৭/৫/৭/৭ সিলেবল্ বা মাত্রায়। সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ এক লাইনের ছন্দোবদ্ধ বা ছন্দহীন কবিতা ( পাঁচ লাইনেও লেখা যায় ) এই 'তানকা' কবিগুরুও লিখেছিলেন। বাংলা সাহিত্যে অনেক আগে থেকেই  তানকা কবিতা বিদ্যমান কিন্তু বহুল চর্চিত বা প্রচারিত নয়। এটিই আমার প্রথম প্রয়াস।