যাত্রাপথের সঙ্গী ওগো ফুরিয়ে এলো বেলা;
তোমার প্রতি নেইকো আমার কোনোই অবহেলা।
এক প্রভাতে বিজন বনে উদাস মনে একা,
চলার পথে তোমার সাথে হয়েছিলো দেখা।
আগুন ঝরা ফাগুন মাসে শিমুল ফোটার দিনে
তোমায় আমি হৃদয় দিয়ে নিয়েছিলাম চিনে।
দুহাত ধরে হেঁটেছিলাম ফুল বিছানো পথে;
আমার ঘরে এসেছিলে সোনার আলোকরথে।
পালঙ্কে নয়, শুয়েছিলে মাটির বিছানাতে;
দিয়েছিলে সব, দেহমন, ফুলশয্যার রাতে।
সেই থেকে যে আজও আছো চলার সাথী হয়ে;
দুঃখ সুখে, কেঁদে হেসে যাচ্ছে জীবন বয়ে।


রচনাকাল: ঢাকা, ১৯ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।