একটা একটা করে ঝরে পড়লো পালক,
আমার মুকুট থেকে।
কোনো রাজা বা বাদশার মুকুট নয়,
পাখির পালক আর ময়ূরের পেখম দিয়ে বড়ো আদর আর যত্নে বানানো।
ভালোবাসার ছোঁয়া ছিলো সে মুকুটে, মমতা মাখানো।


হঠাৎ আসা কালবোশেখীর ঝড়োবাতাস থেকে নিজেকে বাঁচাতে গেলাম;
দৌড়াতে থাকলাম।
মাথার মুকুট পড়ে গেলো;
নড়বড়ে হয়ে গেলো পালকগুলো।
ফের মাথায় দিয়ে আবার দৌড়ালাম;
ঝরে পড়তে থাকলো পালক, একটা একটা করে।


বিশ্বাসের ভিত দুর্বল হলে ভালোবাসাও বুঝি ঝরে পড়ে ওই পালকের মতোই!


রচনাকাল: ঢাকা, ০৮ নভেম্বর ২০১৯।