জীবন মানে যুদ্ধক্ষেত্রে লড়াই করে বাঁচা।
'বেঁচে থাকো হাজার বছর, সুখে থাকো, বাছা',
এমন কথা সবাই বলে, হয়তো অনেক দামী;
হয়তো কারো কাজেও লাগে, পাইনি ছুঁতে আমি।


যুদ্ধে যুদ্ধে কেটে গেলো জীবন অনেকটাই;
পথে পথে লড়ে লড়ে তবু বাঁচতে চাই।
সঙ্গী সাথী সুখের সময়, অসময়ে হাওয়া;
একা একাই উল্টা স্রোতে ভাঙা নৌকা বাওয়া।


সোনা, রূপা, তেজারতির মুক্তা-মানিক যতো;
উজার করে দিলাম, সবাই নিলো ইচ্ছামতো।
বিনিময়ে চেয়েছিলাম একটু ভালোবাসা;
দিনের শেষে নিঃস্ব হয়ে চোখের জলে ভাসা।


রচনাকাল: ঢাকা, ০৯ অক্টোবর ২০২২।