অতি ক্ষুদ্র জীবনের অল্প কিছু দিন  
সুখে কাটে মানুষের; সেও শিশুকালে।
যতো বড় হতে থাকে, বাড়তে থাকে দেহ;
চলার পথে তার থাকে শুধু কাঁটা।
গোলাপের পাপড়ি থাকে কাঁটার বেদীতে;
কষ্ট বিঁধে থাকে তার বুকের ভিতরে।
তবুও বলতে হয়,'বেশ ভালো আছি;
খাসা আছি পৃথিবীর আলোছায়া নিয়ে।'
সুখ পেতে ছুটে চলা সারা দিনভর;
জীবন চলতে থাকে মৃত্যুর দিকে।


আমিও হাঁটতে থাকি সেই পথ ধরে;
যে পথ গিয়েছে মিশে অন্ধকার ঝোঁপে।
দুর্গম সেই পথ শেষ হবে, জানি,
সমুদ্র সৈকতের চোরাবালি ছুঁয়ে।


রচনাকাল: ঢাকা, ১২ নভেম্বর ২০১৯