চিঠিতে জড়িয়ে থাকে মনেরই আবেগ;
জমিনে ছড়ায় ছায়া উড়ে চলা মেঘ।
দেখায় তৃষ্ণা বাড়ে, সম্ভোগের ক্ষুধা;
হারিয়ে যায় প্রেম, ভালোবাসা সুধা।
*    *    *    *    *   *    *    *    
বৃষ্টি হয়ে ঝরে গেলে মরে যায় মেঘ;
একান্তে কাছে পেলে থাকে না আবেগ।
ভোগ আর ত্যাগ, দুই-ই জীবনেরই পার্ট;
বাঁচতে খাদ্য লাগে, সাথে লাগে আর্ট।


রচনাকাল: ঢাকা, ০৫ নভেম্বর ২০০৮