পুকুরের পাড় ঘেঁষে গাছগাছালির ছায়ায় অস্পষ্ট একটি মুখ;
কিংবা ফুলবাগানে হলুদ রঙের মাঝে বসে থাকা রহস্য-মানবী।
আজও ডেকে যায় রাত্রি গভীর হলে;
স্বপনে কি জাগরণে।


নিশুতি রাত্রে নেশাতুর আমি;
হেঁটে চলি অশরীরী কোনো ছায়ার পেছনে পেছনে।
ছুঁয়ে দিই তার ঠোঁট, নাক অথবা সুডৌল বাহু;
জড়িয়ে নেই বুকের মাঝখানে, ঠিক আগেরই মতো।


ভালোবাসি, বড়ো ভালোবাসি;
শেষবার হলেও যদি ফিরে আসতে তুমি!


রচনাকাল: ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২০