রাতের আকাশে যদি না থাকে চাঁদ,
না ঝরে জোছনা,
সব তারা খসে পড়ে,
না থাকে নক্ষত্র,
জৌলুস হারিয়ে ফেলবে মোহনীয় রাত।
দিনের আলোয় নিষ্প্রভ শুকতারা,
জোনাকির আলো।


কামিনী ফুলের মৌ মৌ গন্ধ মাতাল করে না দিনের বেলায়,
উতলা করে না দিনের 'বউ কথা কও' ডাক।
রাতজাগা পাখির ডানা ঝাপটানোয়
অভিমানে আকুল হয় প্রেমিকের মন।
কবি'র হৃদয় জ্বলে উঠে না দিনের অভিমানে;
এস্রাজের সুর মোহময় রাতের আসরে।
যদি না ঝরে শিউলি নিশীথ রাতে,
না ফোটে রজনীগন্ধা,
কি করে শিল্পীর ছবি আঁকা হবে!


আমার কবিতা লেখা হবে না,
ঘুমে জড়িয়ে যাবে দু'চোখ,
তুমি যদি না থাকো পাশে গভীর রাতে।
রাত জাগানিয়া গান কে গাইবে বলো তুমি ছাড়া?


রচনাকাল: ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২০