জনে জনে জানাজানি, জ্বীনে ধরেছেই;
তাবিজ কবজ দেয় জিভের নীচেই।


চাখে নাই জিরাভেজা জল কোনোকালে;
লোকজনে আজ মুখে জোর করে ঢালে।


গোবরগুলানো জল খেতে দেয় রোজ;
জ্বীনেধরা রোগীদের ওষুধের ডোজ।


জোড়া বেতে চাবকায় নিজেদের লোকে;
জল পড়ে, পাতা নড়ে তার জোড়াচোখে।


জরিনাকে 'জান' দিয়ে এই হলো জ্বালা;
জোরে হেঁটে সোজা গিয়ে জঙ্গলে পালা।


রচনাকাল: ঢাকা, ১৬ জুলাই ২০২০