আমার 'দাদা'র জন্ম হলো ঊনিশ ছিয়াশিতে,
নভেম্বরের পনর তারিখ, ফেসবুকেতে লেখা।
বিয়েটা তাঁর একই বছর, ফেব্রুয়ারির ছয়ে,
উনিশ বাহাত্তুরে শুরু স্কুলেতে শেখা।


বড় বড় ডিগ্রি আছে কলেজ-ভার্সিটির,
বিশেষজ্ঞ বটে তিনি নানান প্রতিষ্ঠানে।
হাজার দুয়েক বন্ধু আছে ফেসবুকের পাতায়,
আমার বন্ধু তাঁরও বন্ধু অন্তরেরই টানে।


জন্মের আগে বিয়ে, তারও আগে পড়াশোনা,
মিলাতে পারি না সব একই সূত্রে নিয়ে।
আপনারা কেউ বলতে পারেন, চেষ্টা করেন তবে;
আমার মাথা পুরাই নষ্ট এসব ভাবতে গিয়ে।


পাদটিকা: 'দাদা' আমার রক্তের কেউ নন। আমার এক ফেসবুক বন্ধুর ফেসবুক বন্ধু। তাঁর প্রোফাইলের তথ্য নিয়ে ছড়াটি লেখা। নাম দেওয়া হলো না সঙ্গত কারণেই।


রচনাকাল: ঢাকা,২৭ এপ্রিল ২০১৯