যথার্থই কামিনী,হে নবাগতা বান্ধবী আমার !
স্নিগ্ধ জোছনার দ্যোতির ঝলকে মাধবীলতার পেলব উৎকর্ষতা,
তোমার ছলাকলার দীপ্তির কাছে হার মানে।
প্রেমের মধুরতা শুধু ক্ষণিকের সারথী হয়ে
জীবনের রথে অবিমিশ্র ঘটনার পরশ বুলায়।
আর আমি ডুবন্ত জাহাজের নাবিক যেন,
লাইফবেল্টের মতো স্মৃতির সাগরে রোমন্থিত হতে থাকি শুধু।


রচনাকাল: বাগুয়া(টাঙ্গাইল), ০৭ ডিসেম্বর ১৯৭৬