যতোই দূরে দাও না ঠেলে, ততোই রবো কাছে;
ছায়ার মতোন সারাটি ক্ষণ থাকবো পাছে পাছে।
সকাল বেলায় ঘুম ভাঙাবো ভোরের পাখি হয়ে,
তোমার ঘরের জানলা ঘেঁষে 'বউ কথা কও' ক'য়ে।
মিষ্টি রোদের বৃষ্টি হয়ে পড়বো তোমার গায়ে;
দুপুর বেলায় মুখ লুকাবো তোমার আঁচল-ছায়ে।
বিকেল বেলার দক্ষিণ হাওয়ায় থাকবো আমি মিশে;
তোমার বাড়ির পাশের ক্ষেতে হাসবো ধানের শীষে।
সন্ধ্যেবেলায় ঘ্রাণ ছড়াবো, ফুলের পরাগ হবো;
তোমার ঘরে তোমার খোঁপার বেলিফুলেই রবো।
জোছনা হয়ে ঝরবো আমি তোমার এলোচুলে;
ঘুমের মাঝে স্বপ্নে আমায় ডাকবে মনের ভুলে।
ভুলতে যতোই চাইবে তুমি, পড়বে ততোই মনে;
থাকবো তোমার সকল কাজে, সকল আয়োজনে।


রচনাকাল: ঢাকা, ০২ ফেব্রুয়ারি ২০২০