সবকিছু তো যায় না লেখা শ্বেতপাথরে;
থাকে কিছু অল্প অল্প মনের ঘরে।
অল্প অল্প গল্পকথার কল্পলোকে;
অন্ধকারের মাঝেই দেখা মনের চোখে।


ঘুমের ঘোরে মনের খবর কেউ রাখে না;
স্বপ্নে চলে প্রেমের হাটের বেচাকেনা।
প্রেমের পাখি দূর আকাশে উড়তে পারে;
বনবাদাড়ে ক্লান্তিবিহীন ঘুরতে পারে।


ভালোবাসার নৌকো চলে উজান পথে;
প্রেম পিয়াসী আসতে পারে উল্টোরথে।
সাগরপাড়ে নাচতে পারে ঢেউয়ের মতো;
গোলাপ ঘিরে অলির নাচন দেখবে কতো!


স্বপ্নে তুমি হঠাৎ যদি আসতে আবার;
লালপরী নীলপরী যদি সাজতে আবার।
দেখতে পেতে আগের মতোই একলা আছি;
থাকছি বসে তোমার মনের কাছাকাছি।


রচনাকাল: ঢাকা, ২১ অক্টোবর ২০২১।