কাছে আয় তুই আলো হয়ে দুই চোখে;
ভালোবাসা হয়ে আমার শূণ্য বুকে।
শেষ বিকেলের সোনাঝরা রোদ হয়ে;
দক্ষিণা বাতাস, কানে কানে কথা ক'য়ে।
আমার আকাশে সাদা সাদা মেঘ হবি;
অথই সাগরে ডুবে যাওয়া শেষ রবি।
লাল গোলাপের পাঁপড়ি হবি কি তুই?
রজনীগন্ধা, চাঁপাফুল নাকি জুঁই?
দোয়েল, কোয়েল, 'বউ কথা কউ' পাখি?
বরষার শেষে রংধনু হবি নাকি?
গানে গানে আয়, সুরে সুরে ভেসে ভেসে;
আমার সমুখে দাঁড়াবি একটু হেসে।


রচনাকাল: ঢাকা, ৩১ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।