নীতিকথা ভাই অনেক শুনেছি, কাজের কথাটি  কও;
জন্মে ও জীবনে তুমি যদি কোনো মানুষের মতো হও।
নিজে কতোটুকু করতে পেরেছো মানুষের কল্যাণ;
সে হিসেব কষে তারপর করো অন্যকে অপমান।


ভেবেছো মানুষ কিছুই বুঝে না, দিয়ে যাবে গোঁজামিল;
বোকা ভেবে ভেবে বলে যাবে,'তোর কান নিয়ে গেছে চিল।'
আমি দৌড়াবো চিলের পিছনে, তুমি নিয়ে নেবে সব;
আমার দু'বেলা অন্ন জোটে না, তুমি কর উৎসব।


নিজের ভালোটা বুঝতে পেরেছো, অন্যের নয় কেনো?
অন্যের ঘাড়ে পা দু'খানি রাখা বড়ো অন্যায়, জেনো।
সময় হয়েছে হিসেব দেবার জনতার আদালতে;
পাবে না সুযোগ দৌড়ে পালাতে অলি গলি
রাজপথে।


রচনাকাল: ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২০