প্রচারে প্রসার, জানি, প্রচারে প্রসার;
সংস্কৃতির সিদ্ধি লাভ, সে তো সাধনার।
সাহিত্যচর্চায় লাগে অন্তরের টান;
কল্পনার আধিক্যে বাড়ে রচনার মান।


গভীর রসবোধ, হৃদয়ের আবেগ;
সীমাহীন দুঃখে ভরা যন্ত্রণা-উদ্বেগ।
উল্লাসে ফেটে পড়া খুশির জোয়ারে;
তীক্ষ্ম দৃষ্টির তীরএ নত প্রেম-ভারে।


সময়ের আগে দেখা সময়ের ঘর;
ধৈর্যের পরীক্ষায় থাকা অষ্টপ্রহর।
তীব্র ঘ্রাণশক্তি আর ক্ষিপ্রতম বোধ;
জীবনের সঙ্গে থাকা আত্মার বিরোধ।


অসাধ্য সাধন ছাড়া শিল্প হবে না;
শব্দের ছলাকলা সাহিত্যে রবে না।
প্রচার যদিও করা প্রসারের লোভে;
হবে তা স্বল্পস্থায়ী, কালে যাবে ডুবে।


রচনাকাল: ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২০