কালের চক্রে ঘুরে জীবনের সব;
জন্ম মৃত্যু কিংবা বিয়ের উৎসব।
কে যে নিয়ন্তা আর থাকেন কোথায়?
নানা জনে নানা মতে থাকেন দ্বিধায়।


বিশ্বাসে মিলে বস্তু, তর্কে মিলে না তো;
জীবনের প্রয়োজনে শুধু খুঁজি হেতু।
তবুও সবাই বলি জন্ম মৃত্যু বিয়ে;
বিধাতা আছেন জেগে তিন সত্যি নিয়ে।


কর্ম ধর্ম জীবনের দুই অংশ নয়;
একসাথে বাঁধা থাকে, সুখ-দুঃখময়।
মানব জনম থাক্ কর্মে জাগরুক;
মানবিক মূল্যবোধের পুষ্প ফুটুক।


রচনাকাল: ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২১