আকাশের মতো একটা অসীম মন তোর।
রাত্রি হলে সেখানে কতো তারা, নক্ষত্র জ্বলে।
একটিও চাঁদ নেই।
আমাকে চাঁদ করে নিবি?
না হয় আমার কলঙ্ক রয়েছে।
তাতে কি?
বিশ্বব্রহ্মান্ডে কতো চাঁদ!
সবারই কমবেশি কলঙ্ক রয়েছে।
তোকে ভালোবেসে নাম কুড়িয়েছি' কলঙ্কিনী রাধা'।
কিন্তু তা জানিস্ না তুই।
শুধু 'কলঙ্কিনী রাধা'কে চিনিস্।
তোর ঠোঁটের পরশ বুলিয়ে দিবি আমার কলঙ্কিত ক্ষতে?
আমার কলঙ্কমোচন হবে তাতে।
তখন না হয় আবার তোর আকাশ থেকে চলে যাবো।
জানিস্, কলঙ্ক নিয়ে বেঁচে থাকা বড়ো কষ্টের।


রচনাকাল: ঢাকা, ০৬  মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।