কাপুরুষ
- শফিকুল ইসলাম বাদল


কাপুরুষ যুদ্ধ করে না, লড়ে না মিথ্যের সাথে;
ঘরে বসে শাপলুডু খেলে, জানালা বন্ধ দিনে রাতে।
বিপদ দেখলেই ইঁদুরের গর্তে গিয়ে ঢুকে;
যায় না খুঁজে পাওয়া তাকে বিধ্বস্ত মুল্লুকে।


বীরদর্পে বের হয়ে আসে যুদ্ধ শেষ হলে;
সোনার মেডেল লুফে নিতে চায় ছলেবলে।
কাপুরুষ বীরের বীরত্বকে করে অপমান;
যতোই মহান সাজুক, ঘৃণ্যদের স্তরে তার স্থান।


রচনাকাল: ঢাকা, ০৭ অক্টোবর ২০২১।