কেমন আছো, কোথায় আছো,
ভালো আছো তো,
সুখেই কাটে বুঝি দিনরাত।
সুপ্রভাত, তোমাকে জানাই সুপ্রভাত।


তেমনি আছো বুঝি যেমন ছিলে উচ্ছল তন্বীলতা,
সে কতোদিন আগের কথা!
জীবন থেমে থাকে না,
কাউকেই বেঁধে রাখে না।
শুধু মনে রয়ে যায় জীবনের
স্মরণীয় কিছু ঘাত-প্রতিঘাত।
সুপ্রভাত, তোমাকে জানাই সুপ্রভাত।


তুমি কি এখনো সেখানে যাও;
সেই কৃষ্ণচুড়ার বাঁধানো চত্বরে থমকে দাঁড়াও;
যেখানে দেখা হয়েছিলো;
চোখে চোখে কথা হয়েছিলো।


লাল লাল ফুলগুলো আজো ফুটে সেখানে, ফাগুন আসে;
যৌবন টলমল বাগানবিলাসে।
আজো কি সেখানে যাও;
ফিরে ফিরে চাও।
হারিয়ে যাওয়া সে দিনগুলো
তোমার চোখে আনে কি জলপ্রপাত।
শুভরাত, তোমাকে জানাই শুভরাত।


রচনাকাল: জামালপুর,  ১৯৭৮(?)


পাদটীকা : আমার ছাত্রাবস্থায় জামালপুর আশেক মাহমুদ কলেজের মূল রাস্তায় ঢোকার পথে একটি কৃষ্ণচুড়ার গাছ ছিলো। গাছটির চারদিকটা ঘিরে সুন্দর করে বাঁধানো ছিলো। সেখানটায় আমরা বসতাম।