পাথরের অভিমান হয়, সাগরেরও।
কেউ দেখে, কেউ ইচ্ছে করেই দেখে না।
কজনইবা মানুষের মান-অভিমানের মূল্য দেয়!
নিজের প্রয়োজনেই মানুষ মানুষকে ভালোবাসে;
অন্যের আকাঙ্ক্ষার কতোটুকুইবা গুরুত্ব মানুষের কাছে!


এরপরেও কথা থেকে যায়।
ভালোবাসা আছে; কান পেতে শুনতে হয়।
সময় কোথায় মানুষের অন্যের হৃদয়ের খোঁজ রাখার!
পাথরও ভালোবাসে; মাটিকে, আলোকে, বাতাসকে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে; সামান্য আঘাতে গড়িয়ে পড়ে মাটিতে।
সাগর আছড়ে পড়ে ওই মাটিতেই, সৈকতে।
মানুষও।
যার জন্যে এতোকিছু, সেই শুধু দেখে না।


রচনাকাল: ঢাকা, ১৪ জুলাই ২০১৯