খেলারাম খেলে যায়, দেখারাম দেখে;
বিধি বাম হলে যাবে চুনকালি মেখে।
গভীর বিষয়ে নয়, অভিনয়ে পটু;
বলে না মিষ্টি কথা, অতিশয় কটু।
এদেরই চলছে দিন, ঘুটা দেয় রাতে;
কাউকে মানে না, কেউকেটা আছে সাথে।
অধম আদম আলী তালিয়া বাজায়;
মোসাহেব কলকিতে তামাকু সাজায়।
নিজের আখের গড়ে পর-ধন লুটে;
জোড়াতালি দিয়ে খালি চলছেই ছুটে।


রচনাকাল: ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২০