মানুষের মন ঘুড়ির মতোন;
কখনো রঙিন, কখনো ধূসর।
অন্তহীন আকাশে উড়ে;
কখনো শান্ত, কখনো অস্থির।


নাটাই যদি থাকে অন্য কারো হাতে,
নিশ্চিন্তে উড়ে তার ইচ্ছেমতো।
ক্লান্ত হয়ে যদি নিয়ে আসে নীচে;
ফিরে আসে তার হাতে।
বুকে এসে বসে শান্ত, প্রশান্ত;
নিশ্চিন্তে ঘুমায়।


যদি তাকে নিয়ে খেলা করে কেউ;
অস্থিরতায় হয় উন্মাদ।
সুতা কেটে যায়;
নাটাই পড়ে থাকে।
উড়ে যেতে চায় যেথা ইচ্ছে সেথা;
দৃষ্টির আড়ালে।
মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে কোথাও,
ডানাভাঙা পাখির মতোন।


তাই, খেলতে নেই মানুষের মন নিয়ে;
রাখতে হয় তাকে পরম মমতায়।


রচনাকাল: ঢাকা, ৮ অক্টোবর ২০১৯