আমায় তুমি 'খবি' বল',তারচে বলো খবিশ।
দু-চার লাইন লিখি বলে বল' নকলনবিশ।
'ভালোবাসি', এই কথাটি সর্বলোকে বলে।
নারী-পুরুষ বুড়ো-যুবক সবাই একই দলে।
আমি বলি তোমায় শুধু, আর কাউকে নয়।
তোমার চোখে আমার এসব শুধুই অভিনয়।
তোমায় নিয়ে কাব্য করি, তোমায় ভালোবেসে।
তোমার কাছে কচুর পাতা, উড়িয়ে দাও হেসে।
আমার মনের কথাগুলোই ছন্দ হয়ে আসে।
সারাক্ষণই থাকো আমার এই হৃদয়ের পাশে।
কি করে যে বুঝাই আমি আমার মনের জ্বালা।
কিছু বলতে গেলেই বল,' খবি, এবার পালা।
নইলে খাবি আমার হাতের আচ্ছা রকম মার্।
কাব্য করে দিন চলে না, এসব লিখা ছাড়্।
কাজ-কর্ম খুঁজে নিয়ে বাবার কাছে যা না।'
কাব্য লিখা ছাড়বো নাতো যতোই কর' মানা।
তোমায় ভালোবাসি বলেই ছন্দ চলে আসে।
ছন্দহারা হলে মানুষ কেমনে ভালোবাসে!


রচনাকাল: ঢাকা, ০৯ নভেম্বর ২০১৮