ক্ষুধা নেই কার!
জীবনধারণের জন্যে খাদ্য লাগে;
মৃতের ক্ষুধা পায় না।
জীবন্মৃতের কি অবস্থা, ক্ষুধা লাগে কি?
জানি না আমি।


ক্ষুধা পায় শিল্পীর, শিল্প সৃষ্টির ক্ষুধা।
কবির ক্ষুধা প্রেমের; ভালোবাসা ছাড়া কবিতা আসে না মাথায়।
আমি ব্যাকুল কালজয়ী কবিতা সৃষ্টির জন্যে। ইতিহাস হতে চাই; অমরত্ব দিতে চাই তোমাকে।
তোমার ভালোবাসা পাওয়ার ক্ষুধা নিরন্তর দগ্ধ করে আমার ভেতরটা।
আর কতো অপেক্ষায় থাকবো আমি?


রচনাকাল: ঢাকা, ৭ জুলাই ২০১৯