নক্ষত্রেরও পতন হয়;
উল্কাও নেমে আসে এই পৃথিবীতে।
আমার ভুবনে তোমার বিচ্ছুরিত আলো খেলে যায় দিনরাত;
দেখা অদেখায় মিশে থাকে।
অনূভবেই পুলকিত মন;
শিহরণে প্রকম্পিত হবে একদিন আমার শরীর।
নক্ষত্রের মতো, উল্কার মতো তুমিও আসবে জানি;
অপেক্ষায় বসে থাকা শুধু দিনক্ষণ গুনে।


সেদিন উষ্ণ আলিঙ্গনে শীত আর গ্রীষ্ম একাকার হয়ে যাবে;
শৃঙ্গারে শৃঙ্গারে ঘেমে নেয়ে জবুথবু হয়ে যাবে দেহ।
কামরসের উৎকট গন্ধে ঢেকে যাবে গোলাপের ঘ্রাণ;
কামড়ে কামড়ে তবুও তৃপ্ত হবে ক্ষুধার্ত পামর।


রচনাকাল: ঢাকা, ০২ জানুয়ারি ২০২১