সেই কবে কোন্ পূর্ণিমার রাতে
হয়েছিলো দেখা, সে তোমারি সাথে।
অর্ধপ্রস্ফুটিত একটি গোলাপ কলি
দিয়েছিলে। বলেছিলে,' চলি।
আবারও দেখা হবে বসন্তের প্রথম দিনে।
নিও চিনে
লক্ষ মানুষের মিলনমেলায়
ঠিক এইখানে।' ঠায়
দাঁড়িয়ে আছি আজ সেই মোক্ষম সময়ে।
সেকেন্ড মিনিট ঘন্টা ধরে সময় যায় বয়ে;
এখনো এলে না তুমি!
বিরানভুমি
হয়ে গেছে মিলনমেলা।
কতো শত মানুষের হৃদয়ের খেলা
শেষ হলো এই হাটে।
সবাই ফিরেছে ঘরে নিয়ে আপনজনের ফুলহার। দুঃসহ সময় কাটে
একাকিত্বের মাঝে।
দুপুর বিকেল গড়িয়ে এই ভরসাঁঝে
কিসের প্রতীক্ষায় আমি? কোন্ বিশ্বাসে?


তোমাকে আমার এই মন ভালোবাসে।
রয়ে যাবো;  রাত্রি গভীর হোক্ কিংবা হয়ে যাক্ ভোর।
বিভোর
হয়ে রবো তোমার আগমনের পথ চেয়ে।
কতো বসন্ত পেরিয়ে গেছে সেই দিনের পর!
গেয়ে
গেছে কতো পাখি,' পিঁউ কাঁহা। পিঁউ কাঁহা।' আসো নাই ফিরে।
তবু খুঁজে ফিরি তোমাকেই এইখানে হাজারো মানুষের ভীড়ে।


রচনাকাল: ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০১৯