কোথায় হারাবো আমি, বল্!
মন আর মনোবল
কাঁচের আয়নার মতো ভেঙে ভেঙে হয়ে গেছে চুরচুর।
তোর ভালোবাসায় ভরপুর
সে জীবন মিথ্যে হয়ে গেলো।
এলোমেলো
হয়ে গেলো সাজানো বাগান।
পূর্ণিমাসী চাঁন
অন্ধকারে হঠাৎই হলো নিমজ্জিত।
অসংখ্য তারা আর নক্ষত্র সজ্জিত
আমার আকাশ,
যেখানে ধ্রুব নক্ষত্র হয়ে তুই করতিস্ বসবাস;
অজান্তেই হয়ে গেলো ম্রিয়মান।
পাহাড় সমান
আমার ভালোবাসা অশ্রুর ঝর্ণা হয়ে নদী বেয়ে সাগরে গড়ালো।


জমকালো
সময়ের স্মৃতি নিয়ে আজো বেঁচে আছি;
হয়তোবা তোর খুবই কাছাকাছি
অদৃশ্য অথবা দৃশ্যমান কোনো রূপ ধরে।
চোখ খুলে অথবা চোখ বুঁজে আমার অস্তিত্ব খুঁজে পাবি একান্ত অবসরে।


রচনাকাল: ঢাকা, ২৯ জুলাই ২০২১।