রাত্রি গভীর হলে
কিসের আগুন জ্বলে
আমার বুকের মাঝখানে!
কেউ জানে?
জানো তুমি শুধু
মরুভুমি ধূধূ
আমার হৃদয় কার জন্যে আজ।
কার কথার কারুকাজ
শাণিত ছুরির মতো
আমার হৃদপিন্ডকে করেছে আহত?
সেখানকার রক্তের ধারা
রক্তজবার রঙে কার পদতলে বানিয়েছে রঙ্গিন ফোয়ারা।
আমি ক্লান্ত শ্রান্ত হয়ে থেমে গেছি, চলৎশক্তিহীন।
তোমার আনন্দযজ্ঞে তাই বলে নই উদাসীন।
তোমার রঙের মহল সাজাই;
বিষের বাঁশরী বাজাই।
তুড়ি মেরে মৃত্যুরে পাঠিয়েছি দূরে।
তোমার পায়ের নূপুরে
বেজে যাই শত যন্ত্রণায়;
খুঁজি না মুক্তির উপায়।


রচনাকাল: ঢাকা, ২০ মার্চ ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা।