আমি বললেম,'হাত দু'খানি বাড়াও না গো।'
তুমি বললে,'সামনে এসে দাঁড়াও না গো।'
বলি তখোন,' দাঁড়িয়ে আছি কখোন থেকে।
হাত বাড়িয়ে একটু যদি নিতেই ডেকে।'
বললে হেসে,'পরে যদি হাত ছেড়ে দাও।
মরেই যাবো। হারিয়ে যাবে ভালোবাসাও।'
আমি বললেম,'কাছে একবার এসেই দেখো।'
বললে তুমি,'ভালো একবার বেসেই দেখো।'
বলি,'তোমার নাম তো বুকে লিখাই আছে।'
বললে,'আমি এইতো তোমার হাতের কাছে।'
ঠিক যখোনি ধরতে যাবো হাত দু'খানি;
পালিয়ে গেলে। বললে,'দাঁড়াও, ফুল তো আনি।'


রচনাকাল: ঢাকা, ১৪ অক্টোবর ২০১৮