মাতৃজঠরে থেকে বেড়ে উঠেছো এই দেশে;
এখানকার বাতাস থেকেই নিয়েছো প্রথম নিশ্বাস।
প্রথম দেখেছো আলোর মুখ এখানেই;
কথা বলেছো মায়ের ভাষায়।
এ দেশের প্রকৃতি দিয়েছে খাদ্য, দিয়েছে আশ্রয়;
গড়েছো আপন ভুবন।
মায়া আর মমতায় আগলে রেখেছে মাতৃভূমি।


মা, মাটি আর মানুষের সাথে কি করে করতে পারো প্রবঞ্চনা?
ঠকাতে পারো মাকে, মাটিকে আর মায়ের সন্তানকে?
ভুলে গেলে, মা দিয়েছে প্রথম আশ্রয়?
তোমার শেষ ঠিকানাও এদেশেরই মাটি আর বাতাস!


রচনাকাল: ঢাকা, ১৮ নভেম্বর ২০১৯