মহামিলনের মহাসমুদ্র দেখবে যদি হরম শরীফে এসো;
হাজারো বর্ণের মানুষ, ভাষা ও সংস্কৃতি একযোগে দেখবে যদি কাবা শরীফে এসো।
সর্বশ্রেষ্ঠ কোরবানির নজীর দেখতে হলে হরম শরীফে এসো;
মোকামে ইব্রাহিম দেখতে হলে কাবা শরীফে এসো।


প্রিয়তম পুত্রকে কোরবানি দেওয়ার মতো আত্মত্যাগ দেখিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম।
আদিপিতা হজরত আদম আলাইহি ওয়া সাল্লাম নির্মিত প্রথম মসজিদের সংস্কার করেছেন তিনি।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নির্দেশ পৌঁছে দিয়েছেন বিশ্ববাসীকে।


কাবা শরীফ তাওয়াফ করেন মমিন মুসলমান;  
পানাহ্ চান আল্লাহর দরবারে।
বিশ্বাস আর আস্থায় মোমিন মুসলমান বুকে ধারণ করেন সমস্ত কিছু।


আফসোস, আজও ঘাটতি রয়েছে ত্যাগ আর সংযমের; বিশ্বাস আর ভালোবাসার।
তাই কাবা শরীফে এসো;
মানব জাতির কল্যাণে কিছু ইবাদত তো করো।


রচনাকাল:  হরম শরীফের বাইরের চত্বর, ২৯ জুলাই ২০১৯