নিকষ অন্ধকার পৃথিবীতে আজ;
পূর্ণিমার চাঁদ ঢেকে আছে রাহুগ্রাসে।
আলোহীন, আঁধারে ঢেকেছে সমাজ;
পিশাচের মতো ওই কারা যেনো হাসে।


অদৃশ্য শত্রু থাবা হানে জনপদে;
মানুষের লাল রক্ত খায় ছেঁকে ছেঁকে।
বন্ধু আজ বন্ধু নেই বন্ধুরই বিপদে;
ক্লান্ত আজ মানবতা বাস্তবতা দেখে।


শোকের পাথরে স্তব্ধ মানুষের মন;
সন্তান ভুলে যায় পিতৃমাতৃস্নেহ।
পিতা দেখে সন্তানের নিষ্ঠুর মরণ;
স্বজন পারে না ছুঁতে সেই মৃতদেহ।


নির্মম জীবন বয়ে চলেছে মানুষ;
কঠিন কঠোর আজ হয়েছে প্রকৃতি।
নিরব শত্রু টিকে রবে নিরঙ্কুশ;
বদলে যাবেই বুঝি সভ্যতার রীতি!


রচনাকাল: ঢাকা, ২৮ এপ্রিল ২০২০