ইচ্ছে করে আকাশ দেখি পাহাড় দেখি সাগর দেখি;
ক্লান্ত আমি এই শহরে দেখে দেখে ভুয়ো মেকি।
ভালোবাসায় ফাঁক রয়ে যায়, চাওয়াপাওয়ার হিসেব শুধু।
হৃদয় বলে নেই কিছু নেই, মরীচিকার মরু ধূধূ।
নিতেই কেবল তৈরি সবাই, দেবার কথা রয় ভুলে রয়;
মনের ভেতর প্যাঁচ রেখে যে মিষ্টি করে কয় কথা কয়।
ইচ্ছে করে শহর ছেড়ে অনেক দূরে যাই হারিয়ে;
ঝর্ণা নদী ছুটে চলে যেথায়, পাহাড় রয় দাঁড়িয়ে।


রচনাকাল: ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০১৯