কবে? কবে? কবে?
- শফিকুল ইসলাম বাদল


এ কোন্ বাংলাদেশ?
আমার মাতৃভূমি।


একাত্তরে এখানে যুদ্ধ হয়েছিলো।
মুক্তিযুদ্ধ।
গ্রাম আর শহর পুড়ে হয়েছিলো ছাই শত্রুর আগুনে।
ভেসেছিলো মানুষের লাশ নদীতে, খালে-বিলে;
খেয়েছিলো সেই লাশ শিয়াল, শকুন আর জলজ পোকায়।


এখানে গর্জে উঠেছিলো বীর বাঙ্গালী 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলে।
মাবোনের ইজ্জতের দাম দিয়েছিলো তারা বজ্র-হুংকারে;
দ্রোহের আগুন জ্বেলে।
নয় মাসে স্বাধীন হয়েছিলো এই সমতট প্লাবনভূমি।


সেই পুড়োমাটিতেই আবার জন্মেছে সবুজ গাছপালা।
পুড়ে যাওয়া কুড়েঘরের স্থানে উঠেছে পাকাবাড়ি; আকাশছোঁয়া ছাদ।
কুপি আর হারিকেন হারিয়ে গেছে বিজলি বাতির রোশনাই আলোয়।


কিন্তু মানুষ কই?
সেই সোনার মানুষ?
যুদ্ধে যাওয়া দামাল ছেলেরা?
ইজ্জত হারানো মাবোনেরা?
শহীদেরা?
লড়াকু মানুষেরা?
কোথায় সেই সংগ্রামী কৃষক, শ্রমিক আর তাঁতী- মজুরেরা?


কোথায় হারিয়ে গেলো সেই রাজনীতি?
কোথায় তেজদীপ্ত বঙ্গবন্ধুর সুদৃঢ় চেতনা?
মাওলানা ভাসানীর দেশপ্রেম?
কোথায় হারিয়ে গেলো সব?


উন্নয়ন দেখি।
লুটপাট দেখি।
দলবাজী দেখি।
ভোগ আর বিলাসে মত্ত মানুষ দেখি।
কর্মক্লান্ত মানুষ দেখি।
পীড়িত মানুষ দেখি।
দেখি না সোনার মানুষ।
দেখি না সোনার সংসার।
দেখি না সোনার বাংলা।


দুখিনী বাংলাদেশ সোনার বাংলা হবে,
সোনার মানুষ পাবে।


কবে? কবে? কবে?


রচনাকাল: ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৯