কবি কি পাবে না সুখ জীবনে কখনো;
জ্বলে জ্বলে খাক হবে ধূপেরই মতো!
অতৃপ্ত আত্মা এক শরীরে লুকিয়ে
দিনরাত কেঁদে যাবে মর্মবেদনায়!


দুঃসহ হবে তার প্রতিটি লগন;
অমাবস্যা-পূর্ণিমায় চাঁদ দেখে দেখে।
ক্ষয়ে যাবে পলে পলে জীবনে যৌবনে;
বিবেকের দংশনে পরাস্ত আবেগ।


তৃষ্ণাকাতরতা থাকে চোখের গভীরে;
মানবিক মূল্যবোধ শুধু বুক জুড়ে।
ক্ষুধা আর দারিদ্রতা নিত্যদিন সাথী;
অকালে হারিয়ে যায় কালজয়ী প্রভা।


দত্তকবি-নজরুল-দাশকবি, আরও
জানা-অজানা কবি আছে বেশুমার।
জীবনযুদ্ধে তারা হয়ে পরাভূত
ইতিহাস গড়ে গেছে অমিত সাহসে।


রচনাকাল: ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২১