কবি,
কার ছবি
হৃদয়ে করেছো ধারণ!
লালন
করে গেছো পরম মমতায়!
মনের গহীন হতে উৎসারিত প্রেম আর ভালোবাসায়,
কাকে তুমি নিয়েছিলে বুকে টেনে!
মহাবিশ্বের শেষ প্রান্ত থেকে এনে
বসায়েছিলে কাকে স্বর্ণ সিংহাসনে!


ক্ষণে ক্ষণে
তার কথা ভেবে আজ কেনো অমন ব্যাকুল?
ঝরা ফুল
দিয়ে কেনো নৈবেদ্যর থালাটি সাজাও?
বেদনার সুরে কেনো মোহনবাঁশিটি বাজাও?
কবিতায় কেনো ঝরে ঝরণার মতো অশ্রুধারা?
সর্বস্বহারা
হয়ে গেছো বুঝি!
রোজই
দৃষ্টির সীমারেখায় তাকে খুঁজে খুঁজে
তোমার দুটি চোখ ক্লান্তিতে আসে বুঁজে।
রাত্রির আকাশে একা চুপিচুপি
দেখো বহুরূপী
চাঁদের উড়ে যাওয়া দূরদেশে
ভেসে ভেসে।


সে আজ তোমার নয়;
হারিয়ে ফেলেছো তাকে। তার সব ছিলো অভিনয়।
তার মায়াবী মায়াবী চোখে কথা বলা
আর ছলাকলা
ধরতে পারোনি তুমি!
তোমার মনোভূমি
গোলাপের বাগান ছিলো, তাই
বুঝতে পারোনি। সহসাই
সে তোমাকে ছেড়ে গেছে নতুনের আবাহনে।
এটুকুই আজ শুধু সত্যি তোমার জীবনে।


লিখে যাও কবি সেই অজর কবিতাখানি,
কাল মহাকাল ছেড়ে যা তোমাকে নিয়ে যাবে টানি
অমরাবতীর অমর জগতে।
তোমার আনন্দময় নতুন জীবন শুরু হোক আজ হতে।


রচনাকাল: ঢাকা, ৪ অক্টোবর ২০১৯