'চাই না সভাকবি হতে
চারণ-বাউল হওয়াই ভালো।
দাসত্ব নয় কোনোমতে
মানুষের চোখে দেবো আলো।'-
এ শুধু আমার স্বপ্ন নয়।
নন্দিত কবিকুল শিরোমনি
দম্ভকে করেননি ভয়
করেছেন জনতার জয়ধ্বনি।
সেইসব নারী-পুরুষগণ
স্বাধীনতার বীজ সমাজদেহে
করেছেন স্বযত্নে রোপন।
অন্তরের অপার মমতা-স্নেহে
দিয়েছেন ঢেলে আশীর্বাদ;
ক্রমেই সভ্যতার হয়েছে বিকাশ।
হয়নি নিঃশেষ গৃহের বিবাদ
লোভ-লালসার হিসাবনিকাশ।
খাঁচায় বন্দী ময়নার মতো
প্রভুর গুণগান কবির কাজ নয়।
মুক্তির কথা কবিকে অবিরত
কবিতায় লিখে রেখে যেতে হয়।


রচনাকাল: ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০১৯