কবি'রও মৃত্যু হয়;
কবিতা হারায় প্রাণ।
বর্ষায়ও চর পড়ে;
নদী ভুলে পথ।
বসন্তেও ফুল ঝরে;
গোলাপ শুকায়।
গানেও থাকে না সুর,
উতল বাতাসে।
আনন্দ থাকে না মনে,
সুখের সময়ও।
সময়ও বৈরী হয়,
হাসে অট্টহাসি।
নির্বাক পাথরও
হাঁটে পাশাপাশি।


রচনাকাল: ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২০