কবিতা এখন সমাজের বুকে জ্বালে না প্রদীপ শিখা;
কবিতা এখন মুছতে পারে না রাজসিক রাজটিকা।
কবিতা এখন ম্লান মূক মুখে জোগাতে পারে না ভাষা;
কবিতা এখন মানুষের বুকে জাগাতে পারে না আশা।


কবিতা এখন আলোহীন চোখে ফোটাতে পারে না আলো;
কবিতা এখন দূর করে নাতো অমানিশা ঘোর কালো।
কবিতা এখন শ্রমিকেরে বুকে টানে না পরম স্নেহে;
কবিতা এখন দেয় না শক্তি কৃষকের কৃশ দেহে।


কবিতা এখন নিজে অসহায়, দীর্ণ শীর্ণ কায়া;
কবিতা এখন জীবনের পাশে অজানা অচেনা ছায়া।
কবিতা এখন পেয়ে থাকে শুধু মানুষের অবহেলা;
কবিতা এখন খেলে যায় তবু ভালোবাসাবাসি খেলা।


রচনাকাল: ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২০