রাজকন্যা রাত জেগে কবিতা লেখেন;
দূরদেশি রাজপুত্রের বিরহে কাতর।
রাজসভায় পারিষদ নীরব পাথর;
গম্ভীর মুখে রাজা এ কান্ড দেখেন।


'সেনাপতি, এক্ষুণি ধরে আনো তাকে,
দেখাবে না কোনোরূপ দয়া-পরবশ।
কোন্ সে রাজপুত্র, এতোটা সাহস
অবহেলা করে সে আমার কন্যাকে!'


রাজকন্যা দৌড়ে এসে মাটিতে লুটান;
বুঝতে পারে না কেহ তাঁর মতিগতি।
'করবে না এতোটুকু তাঁর কোনো ক্ষতি;
আমার হৃদয়ে তিনি গোলাপ ফোটান।'


'গোলাপের জন্য আমি তাঁকে ভালোবাসি;
সেই ভালোবাসা থেকে জন্ম কবিতার।
অজস্র কবিতা আমি দেবো উপহার;
কাল হতে কালান্তরে রবে অবিনাশী।'


রচনাকাল: ঢাকা, ০৩ অক্টোবর ২০১৯।