আমার কবিতার উৎস জ্বালামুখ আগ্নেয়গিরির;
জ্বলন্ত লাভা নেমে আসে ঢাল বেয়ে সমতলে।
পুড়ায় সবুজ মাঠ, ফুলের বাগান;
মুখরা নদীরও কথা থেমে যায়।
ছাই হয়ে উড়ে যায় সব ভালোবাসা, প্রেম।


তবুও সেই লাভা জীবন আমার,
কবিতার শরীরে জাগে উন্মত্ততা।
বাঈজীর মতো নাচে রাতের অভিসারে;
বিলীন হয়ে যায় অস্তিত্বে তোমার।


রচনাকাল: ঢাকা, ১৭ নভেম্বর ২০১৯