লাইলী এখন টাংকি মারে শাহাজাদার সাথে;
ভিন্ পুরুষের সঙ্গে শিরি খাটে ঘুমায় রাতে।
মমতাজ আজ ধান্দা করে পাতায়া ব্যাংককে;
রজকিনী বাঁকা চোখে আগুন লাগায় সখে।


কি করবে মজনু এখন, ফরহাদের কি দোষ;
সাজাহানের মমতাজ আজ অন্যলোকের পোষ।
চন্ডীদাসের রজকিনী ভিন্ পুরুষের সাথী;
প্রেমপীরিতির রাজ্যে এখন জ্বলতেছে লালবাতি।


মজনু এখন ফুলজানেরে সাধে ফুলের মালা;
ফরহাদে কয় সোহাগীরে,'আমার সাথে পালা।'
সাজাহানে আসমানীরে আদর সোহাগ করে;
চন্ডীদাসে বরশী দিয়ে মৎস্যকন্যা ধরে।


কলিকালের প্রেমপীরিতি রসের হাড়ির মতো;
দিনরাত্রিই হিসেবনিকেশ নগদ পাবে কতো।
বদলে গেছে যুগের হাওয়া ঘরের দাওয়ায় এসে;
ভালোবাসার কথা বলায় আমিই গেলাম ফেঁসে।


রচনাকাল: ঢাকা, ০১ মে ২০২১।