কপাল কেটেছে ধারালো ধাতবে ব্যথাতুর নই তাতে।
তোমার অবহেলা রক্ত ঝরায় হৃদয়ের আঙিনাতে।
ঘূর্ণী বাতাস আলুথালু করে পরিপাটি বেশভূষা;
তার চেয়ে ঢের কষ্টের মনে বিরহের ব্যথা পোষা।
যতো না আগুনে জ্বলে জ্বলে উঠে বিশাল বিজন বন;
দীর্ঘশ্বাসের গরম বাতাসে তারও বেশি পুড়ে মন।
দিঘির যে রক্তকমলে তুমি দিনভর শুধু সাজো;
আমার বুকের রক্তে রাঙা তা বুঝতে পারোনি আজো।
মন জুড়ে তুমি বসে আছো তাই কোনোমতে বেঁচে আছি।
পুড়বে কপাল বলবে যেদিন খেলে গেছো কানামাছি।


রচনাকাল: ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৮